বর্ষবিদায়

বর্ষবিদায়...২০২৩

বিদেয়  দিলেম পুরোনোর  আঁচলে
 বেঁধে 

আছে যত দুঃখ কষ্ট বেদনা সময়ের স্রোতে

মঙ্গল প্রার্থনা ও শুভকামনার ডালা সাজিয়ে

বসে আছি নতুনের আশা নিয়ে বর্ষশেষের রাতে

চলে যায় একটি বছর দিন গুণে হিসেব মিলিয়ে

হারিয়ে যায় কত আপনজন আপনার কাছ থেকে

জন্ম মৃত্যু হাসি কান্নায় ছন্দে সাজানো জীবন ধারা

তুমি ছাড়া গতি নেই হে ঈশ্বর ভালো রেখো সকলকে

বেদনার স্মৃতিগুলো মুছে যাক আগামীর প্রত্যাশায় 

 নব ফুল ফুটুক জীবনে শুরু হোক নতুনের পথচলা

এসো হে  ২০২৪ নিয়ে এসো খুশির ডালি আঁচলে বেঁধে

বিদায় ঘন্টা বেজেছে ঘড়িতে ২০২৩ তোমার স্মৃতি থাক তোলা।

✍️উমা মজুমদার
০১/০১/২০২৪---

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ