তালমিল
বর্ষার জল রাস্তায় থৈ থৈ করে
মাছ ধরতে দুজনে জলে নেমে পড়ে
কি করে ধরবে জলের জ্যান্ত মাছ
বুদ্ধি বেরোলো তাদের মাথায় আজ
দুজনের তালমিলে গামছা জলের মাঝে
ধরা পড়লো কত মাছ গামছার ভাঁজে
খেলার ছলে ভাই বোনের ইচ্ছে পূরণ
ছোট ছোট আনন্দ খুশীতে ভরায় মন।
✍️উমা মজুমদার
০১/০১/২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন