প্রিয় নেতাজী
দেশকে স্বাধীনতার গ্লানি থেকে মুক্তি দিতে
নিজেকে করেছিলেন দান এই বঙ্গসন্তান
ভারতের স্বাধীনতা সংগ্রামের মুক্তিযোদ্ধা
নেতাজী সুভাষচন্দ্র বসুকে শতকোটি নমন।
পরাধীনতার শৃংখল ছিন্ন করার স্বপ্ন নিয়ে বুকে
দেশকে ভালোবেসে দুঃসাহসিক তোমার সংগ্রাম
কোটি কোটি ভারতবাসীর ছিলে তুমি আশা ভরসা
স্বাধীনতা সংগ্রামের বীর সন্তান নেতাজী তোমার নাম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন