মুঠোফোনের জমানা
মিল অমিলের জীবন যাপনে
যাচ্ছে ছিঁড়ে সংযোগের সুতো
আপনজন হারায় ব্যস্ততার ভীড়ে
সময় বলে নেই কিছু আগের মত ।
নাই বা রইলো আন্তরিকতা
ভালোবাসা কার কি যাই আসে
হ্যলো হাই য়ে কাটে সারাদিন
ভিডিও কল ভিডিও চ্যাটিং ঘরে
বসে।
✍️উমা মজুমদার
৫/৪/২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন