ভালোবাসার নিজস্ব রঙ
উমা মজুমদার
২৫/৪/২৩
আমরা একে অপরকে ভালোবাসি বলাটা যতটা সহজ....
ততটা কঠিন ভালোবাসার সন্মান রক্ষা করা। ভালোবাসি বলে অপরপক্ষের
মানুষটাকে আমি যখন তখন ভালোবাসার দোহাই দিয়ে অপমান করতে পারেনা।
ভালোবাসা মনের অনুভূতি যেটা শুধুমাত্র ভালোবাসা দিয়ে জয় করা যায় । ভালোবাসার ও
নিজস্ব একটা চরিত্র আছে ...সেও চায় স্বাধীন থাকতে। তাকে কখনোই বেঁধে রাখা যায়না।
দুটো মানুষ একেই সঙ্গে বাস করার পরও তাদের মধ্যে কোন ভালোবাসা থাকেনা ...
তবুও জীবন কাটিয়ে যায় । হয়তো বা একতরফা ভালোবাসায়। মেনে নিতে পারলে ভালো নাহলে
যত অশান্তির সৃষ্টি হয় তখন।
ভালোবাসা জোর জুলুম করে যেমন আদায় করা যায়না তেমনি জোর খাটিয়ে নিজের
স্বত্বাকে বিসর্জন দিয়ে ভালোবাসার অভিনয় করে যাওয়া সেটাও ঠিকনা।
দুটো মানুষ একদম পৃথক....তাদের স্বভাব চরিত্র চিন্তা ভাবনায় যথেষ্ট পার্থক্য থাকে।
ভালোবাসা কারে কয় সেটার অর্থ মানুষ আজ অব্দি কেও বুঝতেই পারেনি....যদি সবাই বুঝতো
তাহলে অকালে ভালোবাসার মৃত্যু হয়না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন