কবিতায় দিনযাপন

কবিতায় দিনযাপন....

  নাটকীয় এই জীবনে স্মৃতিগুলো
 হোকনা যতই বেমানান 
ভালোবেসে লালন করি 
সুখস্মৃতি হৃদয়ের অন্তরালে।
 কতকাল কেটে গেলো বেলায় 
অবেলায় জীবনের বাঁকে ।
খুঁজে ফিরি নিরন্তর চেনা অচেনা 
সেই এলোমেলো পথ
হোকনা কেন বয়েসের ভার  
তবুও হারাতে তো নেই মানা।
স্নেহ মায়া মমতায় মাখানো সেই 
 মায়ের হাতের সকালের গরম ভাত
সাজানো টিফিন বক্স স্কুলের 
ক্লাসরুম ইয়েস ম্যাম বলে উঠে।
নিরালা দুপুর ইচ্ছেকরে বারবার 
ফিরে আসুক সেই দৌড়ঝাঁপ
প্রিয় মুখ চেনা গন্ধ আজ অনেক দূরে।
সময়ের সাথে মুছে যায় কতনা স্মৃতি
তবুও টুকরো টুকরো ছেঁড়া স্মৃতি মুগ্ধতার 
আবেশ নিয়ে কবিতায় করে দিন যাপন  ।

✍️উমা মজুমদার
৭/৪/২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ