তৃপ্তির ঢেঁকুর
ধন ধান্যে পুস্পে ভরা
সবুজের দেশ
আমার জন্মভুমি আহা
লাগে বড় বেশ।
সবুজ আমার দেশ
শিশির ভেজা মাটি
কোথায় খুঁজে পাবে নাকো
মাতৃভূমি খাঁটি।
যতই করো ঘোরাফেরা
স্বপ্ন দেখো বিদেশের
মায়ের কোলেতে সর্বসুখ
সার্থক জনমের ।
খাওয়া দাওয়া বেশভূষা
চলন বলন পাশ্চাত্যের
শীতল পাটি দেশের মাটি
তৃপ্তির ঢেঁকুর মায়ের হাতের।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন