নবপত্রিকা
.....................
আকাশে বাতাসে মহা
শক্তির আগমনী
সকল কষ্ট ভুলায় মাগো
তোমার মূখখানি
মন্ডপে মন্ডপে দেবীর অধিষ্ঠান
শঙ্খ উলুধ্বনিতে
পূজোর সকালে স্নান সেরে
লাড়পাড় শাড়ীতে
কলাবউ সেজে মাথায় ঘোমটা
তুমি জগৎজননী
নয়টি গাছে তোমার সৃষ্টি
দেবী নবপত্রিকাবাসিনী
ঢাকের বোলে পূজোর মন্ত্রাচ্চোরনে
শুরু হয় পূজোর আয়োজন
সপ্তমীর সকালে মহা সমারোহে
তোমার হয় স্থাপন
অবগুন্ঠিতা বধূ সেজে থাকো তুমি
দেবীর ডান পাশে
নব দূর্গা নবপত্রিকা দেবীদূর্গার প্রতীক
পরিচয় তোমার অশুভ শক্তিনাশে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন