মায়ের রূপ

প্রতিমাতেই নয় প্রতি মা তেই মা থাকে এটা যেমনটা সত্যি তেমনেই চিরন্তন,,,,,,,, সন্তানদের জন্য এক মা দূর্গার রূপ ধারন করে দশভূজায়  যেমন সংসার সামলায় তেমনি দরকার পড়লে  মহিষাসুর মর্দিনী সাজতে পিছুপা হোন না,,,,,,,,
একেক সময় খুব মনেহয় সে ই কাকিমার কথা,,,,,,,,,,,, আমরা উনাকে কাকিমা বলেই ডাকতাম,,
খুব কাছ থেকে এক মা কে  লড়তে দেখেছি তার পরিবারের জন্য,,,,,,,,,
 কাকিমার স্বামী মানে কাকু খুব ভালো পোষ্টে রেল‌ওয়েতে কাজ করতেন ,,,,,,,,,,আর কাকিমাও কর্মরতা মহিলা ছিলেন ,,,ভালো সরকারী অফিসে কাজ করতেন ,,,,,, চার ছেলে মেয়ের সংসার কোন অভাব কষ্ট ছিলো না,,,,,,,,,তথাপি বলে না যে এই জীবনে সুখ সবার ভাগ্যে থাকে না ,,,,,,,,,,,
কিন্ত কাকিমার জীবনটা অন্যান্য মহিলাদের মত ছিলো না ,,,,,,,,, ছোটবেলা থেকেই সে কাকিমাকে দেখে দেখে যেন আমরা বড় হয়েছি,,,,,,,,,একজন মা একজন স্ত্রী  হতে হলে কতটা ধৈর্য্য সহনশীলতার প্রয়োজন সেটা কাকিমাকে না দেখলে সত্যি বুজতাম না,,,,,,,,,
সেই কাকিমাকে দেখে পাড়ার মা কাকিমারা‌ও কতটা অনুপ্রেরনা পেয়েছে সেটা হয়তো বলতে পারবো না,,,,,,,,,, কিন্ত কাকিমাকে নিয়ে  যথেষ্ট সমালোচনা হতো  সেটা কাকিমা নিজেও জানতেন,,,,,,,,,,,কিন্ত কাকিমার সেগুলোতে কোন ভ্রুক্ষেপ ছিলো না,,,,,,,,
 কাকিমার স্বামী প্রতিটাদিন অফিস থেকে ফিরতে নেশা করে আসতেন সংসারের প্রতি কোন মন ছিলো না ,,,,,,, এতটাই নেশা করতো যে কখন ‌ও এখানে সেখানে পড়ে থাকতে‌ও দেখা যেতো  ,,,,,,,,,,,আশে পাশের ছেলেরা ঘরে পোঁছে দিয়ে আসতো ,,,,,,,,,, ,,,, অনেক চেষ্টা করেছিলেন স্বামীকে ঠিক পথে আনার জন্য ,,,,,হয়তো কাকিমার জায়গায় অন্য কেও হলে কবেই  সে স্বামীকে ছেড়ে ছুড়ে চলে যেতো,,,,,,,,,কিন্ত কাকিমা সেটা করেননি,,,,,,,,,, সন্তানদের মূখের দিকে তাকিয়ে  স্বামীর যন্ত্রনাকে ভুলেছেন,,,,,,,,
কাকিমার ভিতরে  যেনো এক মা দূর্গার রূপ বিরাজ করতো,,,,,,,,,, দশটা পাঁচটা অফিস করে বাড়ীতে এসে দশভূজা হয়ে সংসারের হাল ধরতেন,,,,,,,,,,,,ছেলে মেয়েদের উপর যেন মা সরস্বতী বিরাজ মান ছিল ,,,,,,এতটাই ভালো ছিলো পড়াশোনাতে,,,,,,,,,, বাবার কালো ছায়া তাদের উপর কনোদিন পড়েনি বা কাকিমা পড়তে দেয়নি,,,,,,,,,,, অনেক বছর পরে  মায়ের কাছে শুনেছি কাকিমার  ছেলেরা নাকি খুব ভালো পড়াশোনা  করে ভালো জায়গাতে চাকরী করছে আর মেয়ে তো এখন বিয়ে করে বিদেশে আছে ,,,,,,,,,, সেও ভালো চাকুরী করে,,,,,,,,,,,,সত্যি কাকিমার জীবন যুদ্ধ  সার্থক হয়েছে,,,,,,,,,,,আজ সে এক সার্থক মা তাতে  বলতে কোন  দ্বিধা নেই,,,,এক মা চাইলে কি না করতে পারে সেটা দেখিয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ