মা আসছেন


কৈলাশ থেকে আসছে মা 
সঙ্গে চার ছেলেপুলে
মায়ের আগমনে আনন্দের উল্লাস
 পূজোর গন্ধ শিউলি ফুলে
বাজলো তোমার আলোর বেনু  
মাতলো রে ভূবন 
মা আসছে বাপের বাড়ী খুশীতে 
নাচে মন
শঙ্খ উলুধ্বনি আর ঢাকের আওয়াজে
করবো  মাকে  দু হাতে বরণ
বেজে উঠেছে মায়ের শঙ্খধ্বনি
করবে এবার মা অসুর নিধন
তুমি যে অসুর বিনাশিনী শক্তিরূপিণী
দেখাও তোমার রূপ মহিষাসুর মর্দিনী
ধংস করো মা এই অসুর শক্তি বিনাশ
করো যত অপ শক্তি তুমি মা দুর্গতিনাশিনী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ