সোশ্যাল মিডিয়া

সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের আধুনিক জীবনে একটা নতুন বাস্তবতা ,,,,,,,,এটার সাথে প্রতিদিন আমাদের উঠা বসা চলছে,,,,,,,,,
বিবর্তনের  স্রোতে গা ভাসিয়ে মানবসভ্যতা অনেকদূর এগিয়ে গেছে ,,,,,,,,এখন আর মানুষ বসে বসে পত্রিকার পাতা ঘাঁটা ঘাঁটি করে না,,,,,,,,,,,,আমাদের চারপাশে বা দেশবিদেশে কি ঘটছে সেগুলো একনিমেষেই পেয়ে যাচ্ছে ,,,,,,সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাঝে মধ্যেই এমন এমন খবর ছড়িয়ে পড়ে যে সেটা সমাজে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করে,,,,,,, এখানে ভালো খারাপ দুটোই আছে,,,,,,,,
কিন্ত সারা বিশ্বেই এখন সোশ্যাল মিডিয়া এতটাই  শক্তিশালী হয়ে উঠেছে যে কোন কিছুই আর ঢাকা চাপা থাকে না,,,,,,,,,, বিশ্বজুড়ে এখন সোশ্যাল মিডিয়া একটা আলোড়ন সৃষ্টি করছে,,,,,,,অনেকে আবার এই সোশ্যালমিডিয়াকে হাতিয়ার করে নানা ধরনের গুজব খবর ছড়াচ্ছে,,,,,,, টিভি খুললেই আজকাল নানা ধরনের চ্যানেলে নানা ধরনের খবর আসছে তা দেখে  সত্যি মাথাটা খারাপ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়,,,,,,,,মানুষকে বিভ্রান্ত করার জন্য  সোশ্যাল মিডিয়াকেই তারা বেছে নেয়,,,,,,ব্যাক্তি গত আক্রোশ ,রাজনৈতিক দ্বন্দ্ব সবকিছুই সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটর্ফোম হয়েছে,,,,,,,,,,যেহেতু বর্তমান যুগে বেশির ভাগ মানুষেরই সোশ্যাল মিডিয়ায় বিচরণ,,,,,,,
কোনো ব্যক্তিত্বকে অপমান করার চেষ্টা করাই এখন যেন এক শ্রেণির মানুষের ফ্যাশনে পরিণত হয়েছে,,,,,,,অথচ এর পরিণাম যে কত ভয়াবহ তা তাদের কল্পনায়ও আসে না,,,,,,,আজকাল তো ফেসবুক বলো বা হোয়াট,আ্যপ এগুলো জুড়ি নেই,,,,,
কোনো খবর দেখলেই যাচাই বাছাই করা ছাড়া তা বিশ্বাস করা অনুচিত,,,,,,,বা কোন জাতি বিশেষ মানুষকে অপমান করাটাও ঠিক না,,,,,,,,,কারন কোনটা সত্যি বা কোনটা মিথ্যে আমরা কেও তা জানি না,,,,,,,।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ