শব্দের আত্মকাহিনী
শব্দের আত্মকাহিনী
২৪/৯/২০২০
মনের কারাগারে বন্দী প্রানহীন
কলম দেয়নি স্বাধীনতা কোনদিন
তবুও পাশে থাকে কবির কল্পনায়
শব্দের ডানা মেলে উড়ে যেতে চায়
কত কান্না কত দুঃখে ক্ষত বিক্ষত
হাজার শব্দের ভীড়ে তারা বড় ক্লান্ত
কিছু হারিয়ে যায় মনের ব্যর্থ ভাবনায়
অসহায় কিছু কলম আঁকড়ে বাঁচতে চায়
যতই অগোছালো এলোমেলো শব্দের খেলাতে
বেঁচে থাকুক তারা এভাবে কলম আর কালিতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন