নতুন প্রজন্ম

সমাজ পরিবর্তনশীল,,, এখানে দিন দিন নতুন নতুন পরিবর্তন ঘটছে,,,, এর মধ্যে যেটা সব থেকে পরিবর্তন হচ্ছে সেটা হলো পারিবারিক সম্পর্ক,,,,,পরিবর্তিত সময়ে আমরা লক্ষ করছি সমাজে কিছু জিনিষ যেমন আমাদের অভ্যাস, আমাদের জীবন যাপন  খুব দ্রুত পরিবর্তন হচ্ছে ,,,পারিবারিক বন্ধন গুলো ভেঙ্গে যাচ্ছে,,,,এখন নতুন প্রজন্মের সাথে অভিভাবকদের  মতের মিল কিছুতেই খাপ খাওয়াতে পারছে না,,,,, এখন প্রশ্ন উঠছে এই পরিবর্তন কি নতুন প্রজন্মের  জন্য খুব লাভদায়ক ????? 
আমি মনে করি সেটা মোটেই না,,,,, তাই আমি আমার কিছু অভিজ্ঞতাও  মতামত এখানে শেয়ার করতে চাই,,,,,
পুরানো প্রজন্ম দের সাথে নতুন প্রজন্মের অনেক মতবিরোধ থাকতেই পারে তাই বলে সবকিছু তাদের উপর ছেড়ে দেওয়াটা খুবে বোকামী বলে মনে করা হবে,,,,, ,,, প্রতিটি প্রজন্ম একটি নিদিষ্ট সময়ের সাথে জীবন যাপন করে,,,,,
এতে কোন সন্দেহ নেই যে  এখনকার সময়টা নতুন প্রজন্মের জন্য অনেক টা প্রতিযোগিতা মূলক পরীক্ষার মত,,,,,অভিভাবক ও নতুন প্রজন্ম দু পক্ষকে‌ই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে,,,,,,, নানা রকম মতবিরোধ থাকা সত্বেও অনেক সময় সন্তানদের কথা শুনতে হয় অভিভাবকের,,,,,,,,,, তবু‌ও আমি মনে করি নিজ নিজ সন্তানদের ভালোর জন্য প্রত্যেক  অভিভাবকে কখন‌ও কঠোর হতে হয়,,,,,, সেটা নতুন প্রজন্মের জন্য কিছুটা হলে‌ও ভালো,,,,,,,,
প্রত্যেক অভিভাবকের কর্তব্য তাদের নিজ নিজ সন্তানদের ভবিষ্যত টা যেন সুনিশ্চিত ভাবে গড়ে তুলতে পারে সেদিকে নজর দেওয়া,,,,,,,,,প্রত্যেক মা বাবার তার সন্তানদের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলতে হবে যাতে সন্তানদের মনে কি চলছে বা তাদের সমষ্যা গুলো   খোলাখুলি ভাবে আলোচনা করা যায়  নতুন প্রজন্মের জন্য লাভদায়ক হবে,,,,,
অভিভাবকের আরেকটা দায়িত্ব যেটা সেটা হলো,,,,,, নতুন প্রজন্ম যারা তারা অনেকটা সময়ের সাথে চলতে চাইছে তাই প্রত্যেক অভিভাবকের মূল কর্তব্য হলোওদের  সাথে বন্ধুত্ব পূর্ণ একটা সম্পর্ক যদি আমরা স্থাপন করতে পারি তাহলে তাদেরকে সঠিক পথটা দেখাতে পারবো,,,,,,,, তাদের ভুল ত্রুটি গুলো সব সময় রাগের বশে না নিয়ে  ভালোবেসে কাছে টেনে বুজানোর চেষ্টা করে  তাহলে উভয় পক্ষের জন্য‌ই ভালো ,,,,,, 
সকল অভিভাবকের জন্যেই অত্যন্ত প্রয়োজনীয় ,,,,নতুন প্রজন্মের চিন্তাধারাকে অসন্মান না করে  ,,,,,,,অভিভাবক বা মা বাবা তাদের জ্ঞান ও অভিজ্ঞতার দ্বারা নিজ নিজ সন্তানদের ভবিষ্যতের ঠিক পথটা দেখিয়ে দেওয়া,,,,,।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ