আজ এই বর্ষা দিনে তুমি এলে

 এই বৃষ্টি ভেজা দিনে 
রিনি ঝিনি নূপুরে 
চুপি চুপি এলে তুমি 
আমার মনের ঘরে

 তোমার শীতল স্পর্শ 
ছুঁয়ে গেলো হৃদয়ে
তৃষ্ণার্ত হৃদয় ভেসে যেতে চায়
 বৃষ্টি গায়ে

মাটির সোঁদা গন্ধে
 বাঁধন মানে না এই মন
কাটাতে  চায় মনের ভেজা জানালায় 
আরো কিছুক্ষন

দ্বিধা দ্বন্দ্ব  যত আছে 
থাক না পড়ে মনের ঘরে
রিমঝিম বর্ষায  দেখি 
তোমায় দুচোখ ভরে

জমাট কান্না গুলো আজ
 ধুয়ে যাক বৃষ্টির জলে
তোমার অঝোড় ধারায়
মরু হৃদয় ভেসে চলে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ