রাখী এক বন্ধন
দৌপদী বানিয়ে ছিলো ভাই শ্রীকৃষ্ণকে
ভাইয়ের শপথ যায় না বৃথা বাঁচায় বোনকে
লজ্জার হাত থেকে রক্ষা পায় পবিত্র বন্ধনে
রাখীর বন্ধন দৃঢ় করে তোলে ভাই বোনের
সম্পর্ককে
সেই পবিত্র বন্ধন পালিত হয় শ্রাবণী পূর্ণিমায়
সেজে উঠে রাখী ভালোবাসা আর মমতায়
বেঁধে দেয় বোনরা পবিত্র সুতা ভাইয়ের হাতে
রক্ষা কবচ হয় ভাইয়ের বোনদের মঙ্গল কামনায়
ভালোবাসার এই বন্ধন ভাইয়ের শপথ
বোনদের করবে রক্ষা সকল বিপদ থেকে
রক্তের সম্পর্ক ছাড়াও যে হয় এই বন্ধন
রাখী বন্ধনের সাথে সম্পর্কের এক মিলন পথ
সকল ধর্মের মানুষ এক হয়ে উৎসব পালন
সহায় করে সমাজে একতা বাড়াতে
এই যে নয় শুধু রাখী বন্ধন সৌভ্রাত্বের
ঐক্যতা ও ধর্মনিরপেক্ষতা জাগিয়ে তোলে
সংস্কৃতিতে।
apnor montobya amio akmot.
উত্তরমুছুন