বিশ্বকবি
আজ আবার এলো সেই বিদায় বেলা বাইশে শ্রাবণ
হারিয়ে ছিলো দেশবাশী এক হীরে মুল্যবান
ভালোবেসে তোমায় বসিয়ে ছিলো হৃদয়ের আসনে
তোমার কবিতা তোমার কাব্য সাহিত্যের মাঝে দিয়ে
আজও তোমাই পাই ক্ষনে ক্ষনে
পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ সদায় মনে পড়ে
তোমায় এই দিনে
সকলের হৃদয় শূন্য করে চলে গিয়েছিলে তুমি বাইশে
শ্রাবণে
মৃত্যু যে সত্য তবুও যে আজও কেঁদে উঠে প্রাণ তোমার
স্মরনে
চিরস্মরণীয় তুমি তোমায় পেয়েছি কবিতা আর গানে
তোমার অবিনশ্বর রচনাবলীতে আজও চোখ মেললেই খুঁজে
পাই বাংলার জল আকাশ বা প্রকৃতির ইতিহাস
তোমার কবিতার মাঝে দিয়েই মৃতুকে জেনেছি কেও চলে গেলে
হয়না জগৎ শেষ
হে প্রিয় কবি আজ ২২শে শ্রাবন তোমার এই মহা প্রয়ানদিবসে
আমাদের সাথে আকাশেরও মূখ ভার
তোমার স্পর্শ আজও খুঁজে পাই গীতাঞ্জলি সঞ্চয়িতা দিয়েছো আমাদের
মহা মুল্যবান উপহার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন