জীবনের কাছে একটু চাওয়া
জীবনটাই তো আজ মিথ্যে
কি হবে রেখে বাজি
মনের কথা বলতে চাই
যদি থাকো তুমি রাজি
জীবনের চাওয়া পাওয়া
হয় না কোনোদিন অবসান
সব কিছুই পড়ে থাকে এই জীবনে
মনে নিও না কোন রাগ অভিমান
তবুও জীবনের কাছে এক ছোট চাওয়া
জীবনের এক গান ভালোবাসার গান
যে গানে থাকবেনা কোনো বিসাদের ছোঁওয়া
কখনও যদি ভুলে যাও আমায়
জীবনে চলার পথে
এই গানেই হবে আমার
জীবনসঙ্গী চলবে আমার সাথে
ভালোবাসার এক অঙ্গীকার
করছি আমি তোমায়
চিরস্মরনীয় হয়ে থেকে যাবে
এই গান হৃদয়ের খাতায়
তোমার কাছে একটু চাওয়া দিয়ো
একখানি গান আমায় উপহার
ভালোবাসার সুরে বাজবে
এই গান হৃদয়ে আমার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন