তিলকে তাল করা
তিলকে তাল করা...
নানা বাড়ীর হাঁড়ির খবর
পেট পুরে গিলে নেয়
হজমটা হয়না শেষমেশ যতক্ষণ না
কথাগুলো বেরোয়
এটাকে বলে পরনিন্দা পরচর্চা
অভ্যাসের দাস
সুযোগ পেলেই অপরের বদনাম
নেই তার শেষ
দেওয়ালের ও কান আছে
তাইতো বলে সবাই
তিলকে তাল করে অন্যের
দোষ খুঁজে বলে বেড়ায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন