তিলকে তাল করা

তিলকে তাল করা...

নানা বাড়ীর  হাঁড়ির খবর
 পেট পুরে গিলে নেয়
হজমটা হয়না শেষমেশ যতক্ষণ না 
কথাগুলো বেরোয়
এটাকে বলে পরনিন্দা পরচর্চা
 অভ্যাসের দাস
সুযোগ পেলেই অপরের বদনাম 
নেই তার শেষ
দেওয়ালের ও কান আছে
 তাইতো বলে সবাই 
তিলকে তাল করে অন্যের 
দোষ খুঁজে বলে বেড়ায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

মূল্যবোধ

শ্রদ্ধাঞ্জলী