বৃষ্টির সমীকরণ

 মেঘের পসরা আকাশজুড়ে ,,,সাদা কালো মেঘ পেজো তুলার মতো ছোটাছুটি করে,,,,

রোদ বৃষ্টির খেলা যেন জীবনের উত্থান পতনের মেলা,,,

সুখ দুঃখের প্রতিচ্ছবি যেখানে রোদ জীবনের আনন্দ  আনে,,,  বৃষ্টি যেন সেখানে দুঃখ  বেদনার প্রতীক হয়ে  অশ্রু ঝরায় দু নয়নে…..

বৃষ্টি সবার জীবনে আনন্দ বয়ে আনে না,,, বৃষ্টি এলে

কারো মনে সুখের সুর বাজে  কারো ছাদ চুইয়ে জল পড়ে ঘর ভিজে,,,।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

মূল্যবোধ

শ্রদ্ধাঞ্জলী