যতটা ত্যাগ ততটাই শান্তি
শরীর খারাপ হলে মনটা ও যেন বিরক্ত বোধ করেনিজের মন সেও তখন পরের মতো আচরণ করেকয়েকদিন ধরে পায়ের ব্যথায় অসম্ভব যন্ত্রণা বলি,,মনকে, কিরে তোর আবার কি হলো মুখ গুঁজে বসে,,শরীর খারাপ আমার তুই তো আছিস বেশ ভালো নিজের কাজগুলো দেখ,,, সেও বিমুখ ফিরে চায়না ,,,কি আশ্চর্য এমনটাই বোধহয় হয়,,প্রিয় জিনিষ বলো আর প্রিয় মানুষ জন চোখের আড়ালে কখন যে আপন থেকে পর হয়ে যায় বুঝতে ও সময় দেয়না,,,।
আমাদের মেয়েদের জীবনটাই বোধহয় এমন ছোট থেকে যে বাবা মায়ের ঘরে বড় হই সেটাও কিভাবে একদিন সব থেকে প্রিয় আপন ঘরটা,,,, যেখানে কত যে স্মৃতি ছোটবেলার,,,,কখন যে পর হয়ে যায় নিজেদের অজান্তে,, ভাবতেই কেমন যেন একটা কষ্টের অনুভূতি হয়,,,তারপর তো আসল জীবন শুরু মানিয়ে নেওয়ার ,,,,এই জীবনটা কাটে শুধুই পরের সংসারকে আপন করে নেওয়ার পালা,,,মায়া মমতায় বেঁধে বেঁধে জীবন কাটানো,, সেটাও কখনও আপন হয় বলে মনে হয় না,,, শুধুই আপোষ করা দিন যাপন তারেই মাঝে কত রকমের যে ফাঁক,, ,, পিছুটানের ঘোর,,, মমতায় স্নেহে বেঁধে রাখা,,,।
এবার এই বেঁধে রাখা সময়গুলো ভেসে যাক মেঘের সাথে ,,,পিছুটানের ঘোর কাটিয়ে গিঁটটা খুলে দিয়েছে,, বুঝতে পেরেছে যতটা ত্যাগ ততটাই শান্তি,,,,।
✍️উমা মজুমদার
22/7/25
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন