পোস্টগুলি

এপ্রিল, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

স্বপ্নের ঠিকানা

বিষন্ন গোধূলি সন্ধ্যা ছুঁয়ে রাত নামে,,  ক্লান্ত দুটি চোখ যেন কিসের অপেক্ষায়  স্বপ্নেরাও রাত জাগা পাখির মতো বসে থাকে  যেন মনে হয় কতদিন ঘুমায়নি  একটা নতুন সকালের স্বপ্ন দেখে ওরা নতুন ভোরের স্বপ্নের পাখি হয়ে স্বাধীন আকাশে ডানা মেলে উড়ে যেতে চায় চাওয়া ও পাওয়ার এই যে নিঠুর খেলা সেটা কি কখনো  শেষ হয় নীলাকাশ যে হারিয়েছে কালো ধোঁয়ায় বিষন্নতার বাতাসে হারিয়ে যায় স্বপ্নরা কোন নতুন ঠিকানায়।

দুর্বলের উপর সবলের অত্যাচার

অসহায় ভেবে দুর্বলতার সুযোগ নেয় জোর খাটিয়ে শক্তিশালীর পরিচয় দেয় ছোট্ট হয়েও সাহস দেখায় মনের জোরে দুর্বলের উপর সবলের অত্যাচার সদাই করে

অনুভূতি

মন খারাপের গল্পগুলো কখনো হারায়না  মনের অগোচরে কিছু মুহূর্তের সাক্ষী হয়ে  থেকে যায় টুকরো টুকরো স্মৃতির শূন্যতা   সময়ের কাঁটাতারে আবদ্ধ অলিখিত গল্পের  কাহিনী বাস্তবের মুখোমুখি জীবন এক শিক্ষার্থী।

ভালোবাসার রঙ

ফেলে আসা দিনের মত তুমিও  বুঝি  বদলে যেতে চাও অজুহাত দেখিয়ে দূরে থাকা বলোনা   বারবার নীরবতা টুকু থাক প্রতীক্ষার রাতগুলো নাহয় শুধুই আমার ভালোবাসার কাছে হৃদয় যে অসহায়   আর‌ও একটি রাত  নিদ্রাহীন চোখে  তোমারই অপেক্ষায় কেটে যাক মনের মানুষ নাই বা খুঁজে পেলাম  ভিড় করে আসা স্মৃতি গুলো নিঃস্ব পড়ে থাক।

ছবি দেখে কবিতা

সংসারের চেনা পরিচিত ছবি চিত্রকাররের চিত্রে দাম্পত্য কলহে শিশুর মন মানসিকতায় আঘাত আধুনিক সমাজের উচ্চশিক্ষিত জীবন যাপনে  বিবাহ বিচ্ছেদ শিশুর বর্তমান ভবিষ্যৎ অনিশ্চিত ।

ত্রাণকর্তা

অসহায়ের সহায়তা ত্রাণকর্তা দাঁড়িয়ে দুয়ারে  একি রে বাবা সাথে যে ক্যামেরাম্যান প্যায়ারে স্বার্থ উদ্ধারে ধর্ম কর্ম বাহবা লুটায় ভালো বলে  দান দক্ষিণায় মুখ বন্ধ অহরহ বেচা কেনা চলে মুক্ত হস্তে দান করো দাতা হয়ে তবেই প্রকৃত দান দান যদি নিজের কার্যসিদ্ধিতে কিসের দয়াবান মিথ্যের খোলশে ভরা সমাজকে ঢাকে ছবি দিয়ে মিথ্যের মুখরোচক গল্প সাজায় টাকার বিনিময়ে বিবেক মনুষ্যত্ব হারিয়ে একদল মিথ্যের ছল চাতুরি সত্যকে আড়াল করে মিথ্যে বলতে নেই যে  জুড়ি।

আইসক্রিম ওয়ালা

জানালা দিয়ে তাকিয়ে থাকা কখন আইসক্রিমওয়লা যাবে,,, ভরদুপুরে সাইকেলের পিছনে সেই আইসক্রিম ওয়ালা কাকু ও আইসক্রিমওয়ালা হাঁ এই ভাবেই তো ডেকে যেতাম ,,,,,  বাবার থেকে দৌড়ে গিয়ে দুটো টাকা নিয়ে আসতাম,, ,,, কত বকাখেয়েও খেতাম,,,, আমার আবার ওরেঞ্জটা খুব প্রিয় ছিল,,,,,  আইসক্রিমওয়ালা কাকুরা হারিয়ে গেছে শহরের নামিদামি আইসক্রিমের মাঝে কোথাও আর চোখে পড়েনা,,,।

জীবনের অনুভূতি

সকলের কাছে প্রিয় হয়ে উঠতে না পারার  গল্পটা অজানাই থাক  ইচ্ছে র থেকে অনিচ্ছের দামটা বেশি দিতে হয় জীবনে আজ সব গল্পের সমাপ্তিটা সকলের কাছে মনের মতো নাও হতে পারে  না পাওয়ার দুঃখগুলো  থাক ক্ষতি নেই কারন জীবন তো কোন রূপকথা নয় সে তো একদম বাস্তব।

আধুনিকার তকমা

... কালের স্রোতে ভুলে যায় নিজেদের সংস্কৃতি আধুনিক সভ্যতার জয়জয়কার এই পরিনীতি  ফ্যাশনের স্রোতে গা ভাসিয়ে আধুনিকার তকমা ছেলে মেয়ে উভয়েই নেশায় আচ্ছন্ন বিনোদনের রমরমা।

মনের খেলাঘরে

নিজের মনের খেলাঘরে খেলা করতে ভীষণ ভালো লাগে ভালো লাগে নিজের সাথে নিজের কথা বলা  লড়াই করা  মন খারাপে তাদের সাথে নিরিবিলি সময় কাটানোর গল্প বলা ভালো লাগে নিজেকে নিজের মতো করে বোঝাতে মানাতে ভালো লাগে হৃদয়ের  যত পুরনো মান অভিমান গুলোকে ভালোবাসা দিয়ে পোষ মানানো । ✍️উমা মজুমদার 

ভুত পেত্নী

লিমেরিক.. ভুতপেত্নী  ভুতপেত্নী বসে আছে লম্বা দুটো ঠ্যাং ঝুলিয়ে    সাদাকালো বসনে পিঠের উপর চুল ছড়িয়ে       ছিপ নিয়ে দিন দুপুরে        পুকুর পাড়ে মাছ ধরে  রক্ষে নেই কারও আসলে পরে খাবে ঘাড় টা মটকিয়ে।

চিরকুট

বয়স বাড়ার সাথে সাথে উপলদ্ধির খতাটা অভিজ্ঞতায় ভরাট হয়,, প্রয়োজনে কেও নেই অপ্রয়োজনে সবাইকে কাছে পাওয়া যায়।

কিছু শব্দের চয়ন

কিছু প্রশ্নের আজও পাইনি উত্তর খুঁজে   কিছু কথা আজও মূল্যহীন হয়ে রয়ে গেলো  কিছু শব্দ এখনো অস্থায়ী অমিলের সারিতে  কিছু কবিতা এখনো অসম্পূর্ণতার পাতায় দাঁড়িয়ে  অপেক্ষা তার কথা কি বলবো সে প্রতিনিয়ত বাস করে অদ্ভুত অনুভূতিতে।

পুরোনো মন্দির

বইপত্র পড়ে জেনো আমার ব্যখ্যা  পুরাতন মন্দিরের  পেয়েছি আখ্যা  গাছপালার আগাছা ঢেকেছে আমায় পরিত্যক্ত হয়ে আছি পরে এই অবস্থায় ।

প্রকৃতির ক্রিয়াকলাপ

আমার কবিতা... শিরোনাম...প্রকৃতির ক্রিয়াকলাপ মানুষের সখের ঘরবাড়ি আজ পরিত্যক্ত অবস্থায়  প্রকতির অস্বাভাবিক আচরণে ছেড়ে যেতে বাধ্য হয় যেখানে প্রকৃতি সৃষ্টিকূলের  প্রাণের ধারক আবার সেখানেই হয়ে উঠে   ধংসের কারক  নগন্য মানুষ প্রকৃতির সামনে  বরাবর অসহায় প্রকৃতির দাপটে মানুষেরা তাদের  হারায় আশ্রয় সর্বগ্রাসী মানুষ প্রকৃতির অবদান যায় ভুলে সবুজ প্রকৃতির রূপ সৌন্দর্য্যকে  নিমেষে কেটে ফেলে শহরের আনাচে কানাচে গড়েছে  অট্টালিকার পাহাড় লক্ষ লক্ষ গাছ কেটে ভরে নিজের  ধনের ভান্ডার  শান্ত ধীর স্থির প্রকৃতির রুদ্রমূর্তির অহংকারী মানুষ শিক্ষার অপব্যবহারের  মাশুল দিয়ে চলে ঝড় জলোচ্ছ্বাস বন্যা খরা সবে প্রকৃতির   বিনাশের ফলে। ✍️উমা মজুমদার  4/4/25

জীবনের অভিজ্ঞতা

একটা দীর্ঘশ্বাস  একটা জীবনের আক্ষেপ  ভুলগুলো আর শোধরানো হয় না....    শেষ বিকেল এবং সন্ধ্যার ধোঁয়াশায় ধীরে ধীরে ফুরিয়ে যায় জীবনের সময়……  ব্যর্থতা আর অপ্রাপ্তির মাঝে এইভাবেই বোধহয় বেড়ে যায় আমাদেরর বয়স ….   প্রতিটা সন্ধ্যার শুরুতে জীবন থেকে হারায় এক একটা দিন....     নিজেকে শান্তনা দিই  এবার হয়তো সব ঠিক হয়ে যাবে শুধরে নেবো পেছনের সব ভুল ভ্রান্তি ভুলে যাবো সব ভুল মানুষ ভুলে যাবো মিথ্যে হাসির ঘোর....  হয়তো ভুলে যাই  হয়তো ভুলি না….    এইভাবেই কি বেড়ে যায় আমাদের বয়স?? এই ভাবেই কি শেষ হয় একেকটি দিন মাস বছর।

পড়াশোনা উঠলো শিকেয়

পড়াশোনা শিকেয় তুলে ইচ্ছে করে পূরণ বড়দের চোখে ফাঁকি পড়াশোনার সাতকাহন   সারাদিন শুধু পড়া পড়া কি করছে পড়বেনা ধরা  পড়াশোনা ছাড়া সব ভালো এই তো পরিবর্তন।

রঙ

. মুখোশের আড়ালে জীবনের জলছবি রঙ মেখে মুখে গালে এটাই আমার হবি হাসি কান্নায় ভরে বেঁচে থাকার জীবনপাতা রঙ্গমঞ্চে অভিনয় কি আসে যায় লোকের কথা।