পোস্টগুলি

এপ্রিল, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কিছু শব্দের চয়ন

কিছু প্রশ্নের আজও পাইনি উত্তর খুঁজে   কিছু কথা আজও মূল্যহীন হয়ে রয়ে গেলো  কিছু শব্দ এখনো অস্থায়ী অমিলের সারিতে  কিছু কবিতা এখনো অসম্পূর্ণতার পাতায় দাঁড়িয়ে  অপেক্ষা তার কথা কি বলবো সে প্রতিনিয়ত বাস করে অদ্ভুত অনুভূতিতে।

পুরোনো মন্দির

বইপত্র পড়ে জেনো আমার ব্যখ্যা  পুরাতন মন্দিরের  পেয়েছি আখ্যা  গাছপালার আগাছা ঢেকেছে আমায় পরিত্যক্ত হয়ে আছি পরে এই অবস্থায় ।

প্রকৃতির ক্রিয়াকলাপ

আমার কবিতা... শিরোনাম...প্রকৃতির ক্রিয়াকলাপ মানুষের সখের ঘরবাড়ি আজ পরিত্যক্ত অবস্থায়  প্রকতির অস্বাভাবিক আচরণে ছেড়ে যেতে বাধ্য হয় যেখানে প্রকৃতি সৃষ্টিকূলের  প্রাণের ধারক আবার সেখানেই হয়ে উঠে   ধংসের কারক  নগন্য মানুষ প্রকৃতির সামনে  বরাবর অসহায় প্রকৃতির দাপটে মানুষেরা তাদের  হারায় আশ্রয় সর্বগ্রাসী মানুষ প্রকৃতির অবদান যায় ভুলে সবুজ প্রকৃতির রূপ সৌন্দর্য্যকে  নিমেষে কেটে ফেলে শহরের আনাচে কানাচে গড়েছে  অট্টালিকার পাহাড় লক্ষ লক্ষ গাছ কেটে ভরে নিজের  ধনের ভান্ডার  শান্ত ধীর স্থির প্রকৃতির রুদ্রমূর্তির অহংকারী মানুষ শিক্ষার অপব্যবহারের  মাশুল দিয়ে চলে ঝড় জলোচ্ছ্বাস বন্যা খরা সবে প্রকৃতির   বিনাশের ফলে। ✍️উমা মজুমদার  4/4/25

জীবনের অভিজ্ঞতা

একটা দীর্ঘশ্বাস  একটা জীবনের আক্ষেপ  ভুলগুলো আর শোধরানো হয় না....    শেষ বিকেল এবং সন্ধ্যার ধোঁয়াশায় ধীরে ধীরে ফুরিয়ে যায় জীবনের সময়……  ব্যর্থতা আর অপ্রাপ্তির মাঝে এইভাবেই বোধহয় বেড়ে যায় আমাদেরর বয়স ….   প্রতিটা সন্ধ্যার শুরুতে জীবন থেকে হারায় এক একটা দিন....     নিজেকে শান্তনা দিই  এবার হয়তো সব ঠিক হয়ে যাবে শুধরে নেবো পেছনের সব ভুল ভ্রান্তি ভুলে যাবো সব ভুল মানুষ ভুলে যাবো মিথ্যে হাসির ঘোর....  হয়তো ভুলে যাই  হয়তো ভুলি না….    এইভাবেই কি বেড়ে যায় আমাদের বয়স?? এই ভাবেই কি শেষ হয় একেকটি দিন মাস বছর।

পড়াশোনা উঠলো শিকেয়

পড়াশোনা শিকেয় তুলে ইচ্ছে করে পূরণ বড়দের চোখে ফাঁকি পড়াশোনার সাতকাহন   সারাদিন শুধু পড়া পড়া কি করছে পড়বেনা ধরা  পড়াশোনা ছাড়া সব ভালো এই তো পরিবর্তন।

রঙ

. মুখোশের আড়ালে জীবনের জলছবি রঙ মেখে মুখে গালে এটাই আমার হবি হাসি কান্নায় ভরে বেঁচে থাকার জীবনপাতা রঙ্গমঞ্চে অভিনয় কি আসে যায় লোকের কথা।