অঘোর বরসা
অঘোর বরসায় চারিদিক ঘুটঘুটে অন্ধকার
আঁধার রাতে হাঁটু জল ভেঙে ছাতা মাথা দিয়ে যায়
বুক দুরুদুরু গা ছমছম চলেছে একা পথে
রেরে কে যায় থলিতে আছে কি দে আমায়।
একি ভুত না মানুষ কালো জ্বলজ্বল করে দুচোখ
থলিতে আছে রামায়ণ গীতা কি বলি ভুতকে
ফন্দি আঁটে মনে নইলে যাবে প্রাণটা বেঘোরে
থলি দিয়ে পালায় রাম রাম করে সেখান থেকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন