আয় বৃষ্টি ঝেঁপে
আয় বৃষ্টি ঝেঁপে......
✍️উমা মজুমদার
২০/৬/২৪
আকাশ পানে চেয়ে দেখি বিশাল কালো মেঘের ঘনঘটা
গর্জন করে পড়বে ঝরে বৃষ্টিস্নানে হবে প্রাণবন্ত জীবকূলে
এসো হে বর্ষন নবীন বেশে প্রকৃতিকে দাও শীতল স্বচ্ছ করে
ঝমঝমিয়ে ঝরে পড়ো বৃষ্টির ধারা হয়ে নাচবে ময়ূরী পেখম তুলে ।
দীর্ঘ প্রতীক্ষার পর আসলে তুমি তবুও ক্ষনিকের তরে
দাম বাড়াও শুধুই অকারণে কি লাভ সকলকে কষ্ট দিয়ে
প্রখর তাপদাহে জ্বলছে শরীর নেই কষ্ট তোমার মনে
বৃষ্টির আশায় বসে বসে ডাকছে তোমায় কাতর হয়ে।
আষাঢ়ের কালো জল ভরা মেঘে নামলো বৃষ্টি পাইনি তেমন পরশ
হলদে হয়ে যাওয়া সবুজ গাছপালা পথ চেয়ে বৃষ্টির আশায়
গাছপাতাদের শরীরে প্রাণ নেই যেন গরম হাওয়া বাতাসে
মান অভিমান ভুলে নেমে এসো বরন করে নেবো তোমায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন