সচেতন হওয়া
মেপে মেপে যত ই দাও ধান বৃষ্টিকে
মিষ্টি কথায় ভিজে না চিঁড়ে নেই কাজ
আকুতি মিনতি যত ই করো তাকে
ইচ্ছের দড়িটা তার হাতেই বাঁধা আজ।
বৃষ্টির প্রয়োজন মানুষের যেমন প্রকৃতির তেমন
কোন কিছুর বিনিময়ে যাবে না তাকে পাওয়া
লোভে সে পড়বেনা জ্ঞান বুদ্ধিটা তার ভালোই আছে
বৃষ্টিকে বাঁচিয়ে রাখতে হলে তোমাদের উচিত সচেতন হওয়া।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন