একান্ত আপনের জন্য কিছু কথা...

একান্ত আপন আমার অতি আপন ঘর ।এখানে যুক্ত হয়েছি, হয়ে গেলো অনেক বছর ।অনেক গ্রুপের সাথে আমি যুক্ত ছিলাম কিন্তু কখন ও একান্ত আপনের মতো আপন করে হয়তো নিতে পারেনি । একান্ত আপনে সেটা কখন ও মনে হয়নি সেই জিনিষটা ।এখানে আসার পর কেয়া স্মৃতিকনাদিকে পেয়ে আরও যেন একান্ত আপন আমার কাছে অতি আপন হয়ে গেছে । নিজের সুবিধা অসুবিধা গুলো মন খুলে বলতে পারি,তাদের কাছে ,,কখন ও অনেকদিন হয়ে যায় ঠিকমত গ্রুপে আসতে পারিনা। একান্ত আপনে এসে আমি একজন প্রিয় বন্ধু পেয়েছি একজন দিদি পেয়েছি। স্মৃতিকনাদির সাথে দেখা করার সৌভাগ্য হয়েছে ।আশা রাখছি কেয়ার সাথে দেখা হওয়ার। 🥰🥰🥰

একান্ত আপনের জন্য সাজাই অনেক শুভেচ্ছা ও শুভকামনার  ডালা
একান্ত আপন মনোরঞ্জন ,শিক্ষা, জ্ঞান সাহিত্য অর্জনের নতুন পাঠশালা ।💐💐💐

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ