একান্ত আপনের জন্য কিছু কথা...

একান্ত আপন আমার অতি আপন ঘর ।এখানে যুক্ত হয়েছি, হয়ে গেলো অনেক বছর ।অনেক গ্রুপের সাথে আমি যুক্ত ছিলাম কিন্তু কখন ও একান্ত আপনের মতো আপন করে হয়তো নিতে পারেনি । একান্ত আপনে সেটা কখন ও মনে হয়নি সেই জিনিষটা ।এখানে আসার পর কেয়া স্মৃতিকনাদিকে পেয়ে আরও যেন একান্ত আপন আমার কাছে অতি আপন হয়ে গেছে । নিজের সুবিধা অসুবিধা গুলো মন খুলে বলতে পারি,তাদের কাছে ,,কখন ও অনেকদিন হয়ে যায় ঠিকমত গ্রুপে আসতে পারিনা। একান্ত আপনে এসে আমি একজন প্রিয় বন্ধু পেয়েছি একজন দিদি পেয়েছি। স্মৃতিকনাদির সাথে দেখা করার সৌভাগ্য হয়েছে ।আশা রাখছি কেয়ার সাথে দেখা হওয়ার। 🥰🥰🥰

একান্ত আপনের জন্য সাজাই অনেক শুভেচ্ছা ও শুভকামনার  ডালা
একান্ত আপন মনোরঞ্জন ,শিক্ষা, জ্ঞান সাহিত্য অর্জনের নতুন পাঠশালা ।💐💐💐

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

এসেছে আষাঢ়

বাবা মানে