শীতের মজা



শীত এলো দাপিয়ে কুয়াশার চাদরে মুখ ঢেকে
ভালোই লাগে শীতে আগুন জ্বালিয়ে হাতপা সেঁকে
ঝুলছে গাছে খেজুর গুড়ের হাঁড়ি 
পিঠে পুলি হবে সকলের বাড়ি 
শীতের মজা নাও লুটেপুটে সুস্থ রাখো নিজেকে।

✍️উমা মজুমদার
২৩/১২/২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ