পোড়াশোনার সাতকাহন


মিষ্টি মধুর শৈশব স্মৃতি 
মনে পড়ে  ছবি দেখে
 লেপ মুড়ি দিয়ে পড়তে বসা 
বই পত্র সামনে খোলা রেখে
 হাড় কাঁপানো ঠান্ডা ঘুমে চোখ
 ঢুলু ঢুলু সকাল সন্ধ্যা য়
মায়ের শাসন ফাঁকি দেওয়া
 চলবেনা পরীক্ষা দোরগোড়ায় 
আনতে হবে ভালো নম্বর সাবজেক্টে
 নইলে যে রক্ষে নেই
মন্ডা মিঠাই জুটবে কপালে 
রেজাল্ট টা ভালো হলেই।

✍️উমা মজুমদার
২১/১২/২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ