শৈশব স্মৃতি
শৈশবের স্মৃতিতে কতনা স্মৃতিচারণ
সময়ের স্রোতে স্মৃতিপটে, হয় আগমন।
রূপোর মত চকচকে সাদা, ছোট সুটকেস
ছোট ছোট হাতে হেলেদুলে চলতো সে বেশ।
বই খাতা পেন্সিল ভরে, ছুটতো স্কুল ভ্রমনে
আজ শুধু স্মৃতির তালিকায় ,হৃদয়ের এককোনে।
আমাদের শৈশব ছিলো বড়ই ভালো ,রেখেছি বেঁধে
নতুন প্রজন্মে শৈশব হারায় ,বই ভর্তি ব্যাগ কাঁধে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন