বিজ্ঞানের সৃষ্টি
হারিয়ে গেলাম তোমার মাঝে, কাটলো অবসাদ
পেলাম নতুন করে ,জীবনের অজানা এক স্বাদ।
আধুনিকতার ছোঁয়ায়, মোবাইলটা এলো হাতে ,
ছোট এক যন্ত্রে কথা বলা আপনজনের সাথে ।
বিজ্ঞানের সৃষ্টি, অবাক হোলাম তোমায় দেখে
ব্যস্ত সময় হারালো ,মোবাইলের নীল আলো দুচোখে।
সময়ের নতুন পরিবর্তনে ,তোমায় করেছে একঘরা
দামী স্মার্টফোন , সকলের হাতে করে ঘোরাফেরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন