ভালোবেসে
ভালোবেসে ধরেছি হাত ,ছেড়ে দেবো বলে নয়
কত কথা জমেছে হৃদয়ে , ভালোবাসা চেয়ে রয়।
অপেক্ষায় আজ শব্দরা হারিয়েছে , ভালোবাসি
তোমায় পারিনি বলতে।
হৃদয়ে যখন উঠে ঝড় রাতের নির্জনে মন চায়
একাকি পথ হারাতে।
ভুলেছো কি তুমি আমায় , প্রতিজ্ঞাবদ্ধ সে রাত
পারো যদি করো ক্ষমা, সকল বাঁধন খুলে মুক্ত হোক
আমাদের চলার পথ।
থেকো না আর মুখটি ভার করে ,সাজে না তোমার
ওই মুখে,
সব ভুলে চলো আবার নতুন করে পথ চলি , রইবো ভালোবেসে সুখে দুঃখে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন