ভাইফোঁটা
ভাইয়ের কপালে বোনের ফোঁটা
মিষ্টি বন্ধনের উৎসব পালন,
ভাইফোঁটার উৎসব ঘরে ঘরে
ভালোবাসায় গড়া মিষ্টি বন্ধন।
অশক্ত শরীর ,বয়সের নেই যে বাধা
তবুও,ভাইয়ের মঙ্গল কামনায় ,দিবে ফোঁটা
চন্দন কাজলের মঙ্গল তিলক, দূর হবে আপদ
বিপদ ,বোনের ফোঁটায় যমের দুয়ারে পড়ে কাঁটা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন