বসন্ত এলো যে
শীতের ঝরা পাতা বিদায় বলে শেষে
দখিন দুয়ার খুলে বসন্ত দাঁড়ায় এসে
নতুন বেশে প্রকৃতি সাজে ফুলে ফুলে ভ্রমর খেলে
পলাশ শিমুলে রং লাগে এলো রে বসন্ত ফাগুন বলে
প্রেমের নেশায় সুর বাজে সুর তোলে কোকিলের কহুতানে
আকাশে বাতাসে রঙ ছড়ায় বসন্তের আগমনে
ভালোবাসার রং নিয়ে রঙিন বসন্ত আসে যায়
তবুও হয় ন রঙিন ,উদাসী মন ব্যর্থ ভালোবাসায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন