আশার আলো
সোনার চামচ মুখে নিয়ে
কেও বা জন্মে অট্টালিকায়
ফুটপাতে জন্ম হয়ে,জীবন কাটে
পথের ধারে, অনাহারে অসহায
জন্মটা অভাবে, শৈশব হারয়ে যায়
পথে পথে ঘুরে কেটে যায় সারাদিন
চাওয়া পাওয়া থাকে না মনে
দু মুঠো খেয়ে জীবন যাপন।
মানুষ জীবন ধন্য,ধনী গরীব ভেদাভেদ
মানুষ দোষ দেয় আপন ভাগ্যকে
থাকেনা পিছনে পরে গরীব বলে
স্বপ্ন নিয়ে এগিয়ে যায় লেখাপড়া শিখে।
বড় মানুষ হয় একদিন প্রাণপণ চেষ্টায়
ইচ্ছায় কি না হয় দারিদ্রতা হেরে যায় ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন