করোনা

পরিস্থিতি কোথায় আমাদের নিয়ে এসেছে ,,,,একেই শহরে আছি কিন্ত নিজের মানুষের সাথে দেখা করতে পারছি না,,,,,,,দূরে থাকুক  তবু ভালো থাকুক,,,,,রোজ ফোনে  ফোনে  কথা চলছে ,,,,,,বার বার করে হাত ধুচ্ছি কোন কিছু করার আগে,,,,,,,,দূরে থাকার চেষ্টা করছি করোনার থেকে ,,,,,নিজের মানুষদের জন্য সারাক্ষন একটা চিন্তা  সবাই যেনো ভালো থাকে.... প্রয়োজন ছাড়া বাড়ী থেকে কেও আমরা বেরোচ্ছি না ,,,,আগের তুলনায় আমরা সবাই আছকাল অল্পতে সন্তোষ্ট থাকছি.......
প্রত্যেক দিনই করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন খবরাখবর দেখছি,,,,, চারিদিকে কি ভাবে মানুষ মারা যাচ্ছে ,,,,,, সত্যি খুব কষ্ট হয় দেখলে,,,,,,,,,,,,,ছোটবেলায় মায়ের মূখে শুনেছিলাম এমন আতঙ্কের কথা  ,,,,যখন যুদ্ধ হতো সবাইকে ঘরের ভিতর থাকতে হতো ,,, ,,আজ তেমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে....... কোথাও শান্তি নেই।
 সারাবিশ্বে আজ করোনার আতঙ্ক...….. করোনা মোকাবিলায় গোটা দেশে লকডাউন.... স্তব্ধ জনজীবন.... গৃহবন্দি মানুষ আতঙ্কে দিশেহারা! প্রতিটা মুহূর্তে মনের কোনে উঁকি মারছে একটাই ভয়...করোনা.... জানিনা কবে সুস্থ জীবন ফিরে পাবো...
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা খুব মনে পড়ছে
আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে....
তোমার ভবনতলে হেরি প্রদীপ জ্বলে....
দূরে বাহিরে তিমিরে আমি জেগে জোড়হাতে…
ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে
রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে
দ্বার খোলো হে দ্বার খোলো
প্রভু, করো দয়া দেহো দেখা দুখরাতে ...….
সত্যি আজ আমরা সবাই সবার জন্য প্রার্থণা করছি....  জানি না এই মৃত্যুর কালো ছায়া বিশ্বের  উপর কয়দিন থাকবে ...দেশ আবার কবে ফিরে পাবে একটা স্বাভাবিক সুস্থ জীবন,,,,,,,,,,,
পৃথিবীর মানুষ এখন গভীর অসুখে ডুবে আছে ,,,,,সবার সেবা শুশ্রূষা য় পৃথিবীকে আবার সুস্থ করে তুলতে হবে,,,,, তবে সবকিছুর একটা শেষ আছে,,,,,  আমরা মহাবিপদে আছি ঠিকেই   কিন্ত বিপদ যে সব সময় থাকে না,,,,,
সুখ দুঃখ হাসি কান্নার সমষ্টি হচ্ছে  মানব জীবন.....  জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের এক থাকে না ,,,,,  সময় আবার ভালো হবে ,,,,এই বিশ্ব‌ও করোনা মুক্ত হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ