সময়ের খেলা
সময়ের খেলা
সময় আজ সময়ের কাছে বাঁধা থমকে গেছে সময়
দুরন্ত গতিতে ছুটে যাওয়া সময় বসে বসে ঝিমোয়।
ঘড়ির কাটাতে পড়ে না চোখ বাজে না এর্লাম বেল
ব্যাস্ত জীবন হারিয়ে গেছে সময় খেলছে নিয়তির খেল।
সময়কে পিছনে ফেলে ছুটেছিলো মানুষ সময়ের আগে
সময়ের বজ্রপাতে যান্ত্রিক মানুষ অসহায় অবাক চোখে।
হাজার মূখ হাজার ইতিহাস সময়ের চিত্রপটে আসে যায়
ঝড়ের পরে আঁধার নামে তবুও থাকে আলোর প্রতিক্ষায়।
©️উমা মজুমদার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন