এমন বৈশাখ দেখেনি কেও আগে




পুরাতনকে বিদায় বলে এলে তুমি নিঃশব্দে 
সকলের ঘরে,
আনন্দ উল্লাস ছাড়া ,বরণ করে নিলাম তোমায় ,
শঙ্খ বাজিয়ে।
প্রাণহীন নববর্ষ  জীবন বাঁচাতে, আজ  গৃহবন্দী 
বিস্তীর্ণ এই বিশ্ব ভূমি মহা বিপদে আছে দাঁড়িয়ে
এমন বৈশাখ দেখেনি যে কেও, কোনদিন আগে
আকাশে বাতাসে নেই  কোথাও কোন আনন্দের সুর
বিষাদ ছুঁয়েছে পৃথিবীকে ,জীবন আজ দিশাহারা
পৃথিবীর উপর থেকে নিকস কালো আঁধার হোক দূর।
নতুন প্রভাতে  নতুন প্রত্যাশার,  দেখাও তুমি আশার কিরণ
এসো হে বৈশাখ  তোমার স্পর্শে জেগে উঠুক নতুন প্রাণ
শান্তির বার্তা নিয়ে এসো এই ধরায় ,বাঁচুক নতুন করে 
সময় সাথে বদলে যায় অনেক কিছ তবুও আশার বুকগ
বেঁধে গাই জয়ের গান।



































মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ