হৃদয়ের কথা
না বলা কথা আজও
জমে আছে হৃদয়ের পাতায়
নীরব ভালোবাসার ছোঁয়া
হৃদয়ে বয়ে বেড়ায়
পারেনি বলতে কখনও
ভালোবাসে তোমায়
এই অবুঝ মন পথ চেয়ে
ভালোবাসার আশায়
মিথ্যে ভালোবাসার খেলা
হৃদয়ে দেয় বড় ব্যাথা
ভালোবাসা আসে চুপি চুপি
বলে যায় মনের কথা
ঝরা ফুলের পাপড়ি ঝরে যায়
মৃদু গন্ধ ছেড়ে যায় মাটিতে
ভালোবাসার ছোঁয়া সর্বক্ষন হৃদয়ে
খেলা করে মনের সাথে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন