মা যে সবার
সাদা মেঘের ভেলা সেজে উঠেছে মা কে নিয়ে
যেতে হবে বাপের বাড়ী
শিউলি বিছানো পথ দিয়ে মা হেঁটে যাবে কাশ মেলা মা য়ের বন্দনায়
দাঁড়িয়ে আছে
রূপের রানীতে সেজে প্রকৃতিও নেচে যাচ্ছে শরতের স্নিগ্ধ বাতাসে
সবার বায়না উৎসবের এই কয়টাদিন যেনো বর্ষাকে না দেখি শরতের পাশে
মায়ের অপেক্ষায় উৎসবের আর কয়টা দিন বাকী
কোটি টাকার প্যান্ডেল সেজেছে আলোয় দুগ্গা মা থাকবে কয়দিন সেখানে
পথের ধারে এক মা ভিক্ষের বাটি নিয়ে ছিঁড়ে ফাটা কাপড়ে কাটায় দিন
প্রোতিযোগিতা চলে প্যান্ডেলে মায়ের চরণ ধূলায়
মোবাইলে মায়ের সাথে সেলফি তুলতে ব্যাস্ত সবাই
পূজোর বাজার চলছে বড় দোকান আর মলে
এত খুশীর মাঝেও কষ্ট হয় মনে যাদের ঘর বাড়ী বন্যার জলে গেছে ভেসে
কেও বা আশায় থাকে মা আসছে নিশ্চিন্তে খাওয়া জুটবে
কয়দিন
মা আসে সকলের কাছে তবুও দুঃখ হয় কখনও
মা কি পারে না তাদের দুঃখ দূর করতে অনাহারে অসহায়ে দিন কাটায়
যারা তাদের ও যে ইচ্ছে হয় মা কে নিয়ে আনন্দ করতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন