শিক্ষক দিবস

জীবনের  প্রথম গুরু  মা বাবা
তাদের  হাত ধরে জীবনের
  শিক্ষা নেওয়া
কথা বলা হাঁটতে শেখার
হাতে খড়ি
বড়দের প্রতি শ্রদ্ধা ভক্তি
শিক্ষার প্রথম  জ্ঞান
জীবনের প্রথম পাঠ পড়া
মা র থেকেই হয় শুরু
তাঁদের কে জানাই 
অন্তরের গভীর শ্রদ্ধা
অতীতের পাতায় আজ‌ও
আছেন   যাঁরা
যাঁদের শিক্ষায় হয়েছি
আজ এতো বড়
তাঁরা‌ই দিয়েছেন জ্ঞানের
মূল মন্ত্র প্রিয় শিক্ষক শিক্ষিকা
তাঁরা  আছেন এখন ও হৃদয়ের
উচ্চ আসনে
শিক্ষক বিহীন  শিক্ষা জীবনে
লক্ষহীন জাহাজের মত
অজ্ঞানতা দূর করে আলোর
পথে নিয়ে যান এক শিক্ষক
এই জীবনে জানার  যে নেই শেষ
যত‌ই দেখি তত‌ই শিখি
জীবন এক পাঠশালা
শিক্ষকের স্থান জীবনে সবার
উপরে  ছিলো এক সময়
এখন শিক্ষকের মর্যাদা সন্মান
সবেই  আজ হচ্ছে ভুলন্ঠিত
নেই সেই সহজ সরল শিক্ষাব্যবস্থা
শিক্ষকের সেই মহান উদারতা
আজ শিক্ষা ও  শিক্ষক
দুইয়েই  যেনো টাকায়  বিরাজমান
তবুও যে সে শিক্ষক  সকলের
জীবনের শিক্ষা গুরু প্রেরনা
পথ দেখায় জীবনকে
উজ্জল ভবিষ্যতের দিকে
শিক্ষক শিক্ষা জীবনের পাথেয়
আজ এই মহান শিক্ষক দিবসে 
সকল শিক্ষক যেনো পায় তাঁদের
সন্মান ও পূর্ণ্য মর্যাদা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ