জীবনের গল্প

জীবনটা কখনোই একই সরলরেখায় চলতে পারে না জীবন চক্রাবর্তের ন্যায় ঘুর্ণায়মান ‌....ঋতুচক্রের মতো সুখ দুঃখ ঘুরে ফিরে আসে ….। 

কঠিন পরিস্থিতিতেও মানুষের মনের জোর ও দৃঢ় ইচ্ছাশক্তি কীভাবে অসম্ভবকে সম্ভব করে তোলে তা
আমাদের দেখার বিষয়…..।
জীবনের কঠিনতম চ্যালেঞ্জ অসুস্থতা দারিদ্র্য বা ব্যর্থতাকে সাহসের সঙ্গে মোকাবিলা করে কীভাবে জয়ী হয় সেই গল্পগুলো মানুষের ইচ্ছাশক্তির প্রমাণ দেয় আর আমাদের জীবনের জন্য প্রেরণাদায়ী হয়…..।
লড়াই করে বেঁচে থাকতে হলে জীবনের মানেটা সত্যি বোঝা যায়….।
যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায় সারা জীবন সাচ্ছন্দ্যের মধ্য দিয়ে জীবন কাটায় তারা জীবনটাকে সেই ভাবে অনুভব করতে পারে না এবং এদের কখনোই জীবনবোধ গড়ে উঠে না ….।
মানুষের জীবনে প্রথম শিক্ষাই হলো  ছোটবেলার… …. পরিবার একটি মানুষের জীবনের ভিত্তি…..।
 শিশু যখন হাঁটতে শেখে তখনই তার জীবনে প্রথম চ্যালেঞ্জ শুরু হয়…পড়ে যাওয়ার ভয় আবার উঠে দাঁড়ানোর ইচ্ছা ,,,এগুলোই জীবনের প্রথম পাঠ এরপর স্কুলে পড়াশোনা বন্ধুত্ব প্রতিযোগিতা আরও কতকিছুই জীবনের সাথে চলতে থাকে...
এগুলো তাকে জীবনের বাস্তব চিত্র বুঝতে শেখায় বেঁচে থাকার জন্য শুধু খাওয়া দাওয়া আর অক্সিজেনের প্রয়োজন হয় না আত্মবিশ্বাস ভালোবাসা এবং মানসিক শক্তিও সমান গুরুত্বপূর্ণ…
জীবনটা কি আর কতটা দামী তার উপলব্ধি তখনই আসে যখন বেঁচে থাকার তাগিদে লড়াই করে যেতে হয় আমাদের ...।
✍️উমা মজুমদার 
22/8/25
#কল্পনার_উড়ান #উমা_মজুমদার

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

মূল্যবোধ

শ্রদ্ধাঞ্জলী