সরির কামাল


 আজব এক শব্দ মুখের 
 sorry র দেখো কামাল 
একবার বলে দাও sorry
 যত করো ভুল ভাল
একটা sorry র অপেক্ষা 
প্রেম প্রীতি ভালোবাসা 
হেলায় ফেলায় যখন তখন 
sorry টা বড়ই খাসা

কত কি হয়ে যায় পথে ঘাটে 
 sorry বলে সকলে শেষ
আহা  কি সহজ sorry বলা
  তার চেয়ে মালা করে 
গলায় ঝুলিয়ে দাও
সর্ব পাপ খন্ডন সেটাই হবে বেশ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

এসেছে আষাঢ়

বাবা মানে