বসন্তের রঙে রঙিন
✍️উমা মজুমদার
২৬/৩/২৪
বসন্তের রঙে রঙিন....
মন মাতানো ফাগুন রাঙা আকাশ
গাছে গাছে পলাশ শিমুলের মেলা
ভালোবাসার বীজ বুনে মনের গভীরে
কোকিলের কুহু সুরে মন উতলা।
পলাশের রঙে রঙ মাখিয়ে মাতোয়ারা
বসন্ত এসে দাঁড়ায় সকলের দ্বারে
রঙ রূপে ভরপুর চিরনবীন বসন্ত
কচি কচি পাতায় সবুজ রঙ ভরে।
আকাশে বাতাসে উড়ে ফাগের আবির
দখিন হাওয়ার মাতাল সমীরণ
দৌলের রঙে রাঙায় একে অপরকে
হৈ হুল্লোড়ে বসন্ত উৎসব করে পালন।
আট থেকে আশি রঙে মাতামাতি একে
অপরকে রঙ মাখে ভেদাভেদ সব ভুলে
প্রকৃতি জুড়ে বসন্ত ফাগুন ফুলের গন্ধে
ভ্রমর পাগল গুন গুন করে ফুলে ফুলে।
যাওয়া আসার ছকে বাঁধা জীবনটায়
বয়ে আনে কত আনন্দ খুশীর ছোঁয়া
বিদায় বেলা এসেই গেল চৈত্রের বেলাশেষ
বর্ষ বরণের আনন্দে পেটপুরে খাওয়া দাওয়া।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন