বাঁচার অবলম্বন

কবিতা দিবসে আমার  একটি কবিতা.....

বাঁচার অবলম্বন......

✍️উমা মজুমদার
২১/৩/২৪

কবিতা তোমাকে  ভালোবেসে পেয়েছি জীবনের  পূর্ণতা
হারানোর নেই ভয় তোমার সাথে কতনা মোর সখ্যতা
বাঁচার অবলম্বনে মনের  বাঁধনে বেঁধেছি তোমাকে 
ভাবনার পাখনা মেলে চলি জীবনের আঁকে বাঁকে
শব্দের মাতাল হাওয়ায়  হাজার  ছন্দের অনুরণন
 কখনো বেদনা কখনো যন্ত্রনায় হয় হৃদের রক্তক্ষরণ
শব্দের মায়াজাল বুনে সাজায় তাকে মনের মত করে
যত কষ্ট যত আঘাত ভালোবাসায়   কবিতা গড়ে
 কবিতার ছন্দে পড়ুক ঝড়ে হাজার শব্দের রং ছড়ায়ে
কি লিখি তা জানিনা মনের কথা  লিখি ভালোবাসা দিয়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ