বাঁচাও প্রাণ
শিরোনাম...বাঁচাও প্রাণ
✍️ উমা মজুমদার
১৩/৯/২৩
শহরের আনাচে কানাচে
অট্টালিকার পাহাড়
প্রকৃতির অবদান ভুলে
যায় মানুষ বারবার ।
গাছ না কেটে দালান বাড়ী
বুদ্ধি দিয়ে করো কাজ
মানবিকতায় বাঁচে প্রাণ
প্রকৃতির বুকে রইলো গাছ।
প্রখর রোদে আশ্রয় খোঁজে
ক্লান্ত পথিক ছায়া পেয়ে
প্রকৃতির অবদান না ভুলে
যত ঘরবাড়ি গাছ বাঁচিয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন