বাঁচাও প্রাণ


শিরোনাম...বাঁচাও প্রাণ
✍️ উমা মজুমদার
১৩/৯/২৩

শহরের আনাচে কানাচে 
অট্টালিকার পাহাড়
প্রকৃতির অবদান ভুলে 
যায় মানুষ বারবার ।

গাছ না কেটে দালান বাড়ী 
বুদ্ধি দিয়ে কাজ
মানবিকতার জয় জীবন্ত 
দাঁড়িয়ে রইলো গাছ।

বাড়ীর ছাদ হয়ে বাঁচাবে
  চিরকাল ছায়া হয়ে
প্রকৃতির অবদান না ভুলে
যত ঘরবাড়ি গাছ বাঁচিয়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

মূল্যবোধ

সব ভালোবাসার নাম হয় না