ভক্তের ভগবান
✍️উমা মজুমদার
৭/৯/২৩
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে
মহাবতার প্রভু শ্রীকৃষ্ণ নেমে এলেন এই ধরাতে
পিতা বসুদেব মাতা দেবকীর অষ্টম সন্তান
জন্ম নিলেন কংসের কারাগারে মধ্যম নিশীথে
দুর্বার প্রলয়ে বসুদেব রাখি এলো নন্দের ভবনে
নন্দের দুলাল বড় হয় মা যশোদার ক্রোড়ে অতি আদরে
জগতের নাথ প্রভু বিরাজ করে সকলের মাঝে
জন্মাষ্টমীর এই শুভক্ষণ পালিত হয় ঘরে মন্দিরে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন