বৃষ্টিতে শৈশব

মেঘলা আকাশ বাদল দিনে
বুক দুরু দুরু মেঘের গর্জনে
ঝম ঝমিয়ে  নামলো বৃষ্টি 
চোখ জুড়ানো অপরূপ  সৃষ্টি

থৈ থৈ জলে মাঠ ঘাঠ ভরে
ব্যাঙ ব্যাঙাণীর নাচন ধরে
কাপড় ভিজে বাড়ীর ছাদে
কেও বা পড়ে মরন ফাঁদে

কচিকাঁচারা মাতে বৃষ্টির জলে
 মাঠে কাদা ফুটবল খেলে
কাগজের নৌকা জলে ভাসে
ছিপ নিয়ে যায় নদীর পাশে

আইরে খোকন ঘরে আয়
টাপুর টুপুর বৃষ্টিতে ভিজে বেড়ায়
বৃষ্টি তে ভেজার পেলো ফল
নাক দিয়ে পড়ে সর্দি জল

যে চলে যায় আর আসে না
বৃষ্টির পাশে শৈশব হাসে না
রিনিঝিনি নুপুরে বৃষ্টি সুর তোলে 
শৈশব বসে কাঁদে স্মৃতির আড়ালে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ