বৃষ্টি ভেজা দিন


গ্রীষ্মের শেষ বেলায় ,তাপদাহে ওষ্ঠাগত প্রাণ
নবজলধারা হয়ে নেমে এসো, বর্ষার আহ্বান।
 আষাড়ের কালো মেঘ ,ঢেকেছে  আকাশ
শুকনো ধরণী সিক্ত হবে  দেয় যে আভাস
এই বৃষ্টি ভেজা দিনে রিনি ঝিনি নুপুরে
চুপি চুপি এলে তুমি আমার মনের ঘরে
রিম ঝিম বর্ষায় ,মনের ভেজা জানালায়
ছুঁয়ে যায় মন বার বার, স্নিগ্ধ বারিধারায়।
ঝর ঝর ধারাপাতে, তোমার রূপের বাহার
বৃষ্টি ভেজা দিনে একলা মনে  সঙ্গী  আমার।
মাটির সোঁদা গন্ধে ,বাঁধন মানে না এ  মন
রিম ঝিম বর্ষায় মন  ,শুধুই করে গুণ গুণ।
বর্ষা তুমি এলে মনে পড়ে ,ফেলে আসা দিনগুলি
শৈশবটা হারিয়ে গেছে ,বৃ্ষ্টি ভেজা দিনে অশ্রু ফেলি।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর ,আড়ালে কান পেতে শুনি
বর্ষার শীতল আবেশ ,হৃদয়ে বাজে ,  অনুরাগের ধ্বনি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ