ক্ষনিকের আনন্দ
শ্রুতি এসে বারবার মাকে তাড়া দিচ্ছে কত দেরী হবে,, ,
কিন্ত সম্পা হারিয়ে যাচ্ছে নিজের অতীতে।
সব স্মৃতি তাজা হয়ে গেলো।
সকাল থেকেই ব্যস্ত , পিকনিকের তৈয়ারী চলছে মেয়ের জন্য,,,।
আবদার করে বলেছে, লুচি আলুরদম করে দিবে।,
কলেজ জীবনে সম্পা নিজের মাকে দিয়ে এমনটাই করিয়ে নিতো
সত্যি সময় কেমন কথা বলে যায়,,,, ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন