মিনি সাগা,,,মুখোশের আড়ালে

হটাৎ  করে  সেদিন  রুমির  সথে  দেখা  হলো ,,,,
যে রুমিকে আমি চিনি ,,,,
সেই রুমিকে আমি সেদিন চিনতেই পারলাম না ,,,, প্রাণাজ্জল রুমি কোথায় 
যেন হারিয়ে গেছে,,,,,আগের চেহারা আগের হাসি খুশী রুমিকে কোথাও খুঁজে পায়নি,,,,,
 জানিস রমা ,, যাকে ভালোবেসে নিজেকে সোঁপে দিয়েছিলাম সে যে ধোকাবাজ বেরোলো,,, 
মুখোশের আড়ালে এমন চেহেরা ভাবতেই পারিনি ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ