ছোটবেলা

ছুটি ছুটি বলে না কেও 
বাজে না ছুটির ঘন্টা
নিত্য নৈমত্তিক  একঘেয়ে 
উদাসী জীবনটা

চিৎকার করে বলি আয়না 
ফিরে আর‌ও একবার
কাটাই  তোর সাথে সব ভুলে
 ছুটির দিন আবার

কি করে বলি তোকে আজ যে  
শুধু ছুটি ছুটি
ব‌ইপত্রের পাট চুকিয়ে 
তোকে ছাড়া দিন কাটি

অলস দুপুরে খুঁজে ফেরি 
টিফিনের সেই আধাবেলা
চলতে চলতে শেষবেলায় 
খেলছি শুধু লুকোচুরি খেলা

গোধুলী রং মেখে উদাসী বিকেল
স্মৃতিতে শৈশব খোঁজে
বড় হ‌ওয়ার নেশায় ধূলোমাখা পথে 
একলা ফেলে গেছে

গতানুগতিক পথ স্মৃতির ভান্ডারে 
তাকে খুঁজে চলেছি
তুই যে বড় আদরের সব পেয়েও
 আজ তোকে হারিয়েছি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ